এ পালকীয় সম্মিলনীর মাধ্যমে ধর্মপল্লীগুলোর পালকীয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং আর্চডাইয়োসিসের সামগ্রিক পালকীয় দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।
তীর্থভূমির মধ্য দিয়ে ঈশ্বর তাঁর করুণা ও আশীর্বাদ উজাড় করে দেন, আর তীর্থযাত্রীরা বিশ্বাস, ভক্তি ও প্রত্যাশা নিয়ে তীর্থযাত্রা করে সেই অনুগ্রহ লাভে ধন্য হন।