ফাদার সুনীল ডানিয়েল রোজারিও ছিলেন বাংলাদেশ মন্ডলীর মিডিয়া ব্যক্তিত। ফাদার ছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাবেক প্রযোজক ও খ্রিস্টিয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক।
রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
বির্তক মানুষের সাহস বাড়ায়, দৃঢ় সংকল্পে তারা পথ চলে, যুক্তির মাধ্যমে তারা কথা বলতে পারে, যে কোন যুক্তি খন্ডন করতে পারে, তারা পরিবারে, সমাজে তথা দেশের যে কোন প্রয়োজনে নেতৃত্ব দিতে পারে এবং তারা সামনের দিকে এগিয়ে যেতে ভয় পায় না।