রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় উদযাপিত হল বিশ্বরাজ যীশুখ্রীষ্টের পর্ব
বিগত ২৩ শে নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার সকাল ৬:৩০ মিনিটে ঝাঁঝরা গয়লাডাঙ্গা মোড় থেকে শোভাযাত্রা সহযোগে খ্রীস্ট রাজার পর্ব পালন করা হয়।
শোভাযাত্রা শুরুতে সকল খ্রীষ্টভক্ত সমাবেত হন, এরপর পবিত্র সাক্রামেন্টের আরাধনা স্তুতি করা হয়। শোভাযাত্রা সহযোগে সকল খ্রীষ্টভক্ত এগিয়ে যায় গির্জা প্রাঙ্গণের দিকে।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে মহাশয় এবং ফাদার কে. থোট্টাম এস.জে মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ধ্যানআশ্রম থেকে আগত ব্রাদার গণ, রাঘবপুর ও গোবরাচক কনভেন্টের ডি.এস.এ সিস্টারগণ।
রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল প্রাঙ্গণে পবিত্র খ্রীষ্টযাগের উৎসর্গ করা হয়। এই অনুষ্ঠানে রাঘবপুর ধর্মপল্লীর অগণিত খ্রীষ্টভক্ত উপস্থিত হন। উপাসনা বেদীর সামনে পৌঁছে পবিত্র সাক্রামেন্টের আরাধনা করা হয়। এরপর সকল খ্রীষ্টভক্তদের উদ্দেশ্যে পুরোহিত সাক্রামেন্টের বিশেষ আশীর্বাদ প্রদান করেন।
খ্রীষ্টরাজার এই পর্ব উদযাপনের মধ্যে দিয়ে খ্রীষ্টভক্তরা যীশুর আগমনের প্রস্তুতির জন্য আধ্যাত্বিক এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠেন।
প্রতিবেদন- তন্ময় মন্ডল