আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায় তা ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনীর মধ্যস্থতায় প্রার্থনা করতে হবে, কেননা ভক্তিভরে তার মধ্যস্থতায় প্রার্থনা করলে তিনি তা ফিরেয়ে দেন।
আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। একজন সন্তান বাবার ঋণ কখনো পরিশোধ করতেও পারে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস।
তোমরা নিজ নিজ জীবনে ঈশ্বরের আহ্বান খুঁজতে সর্বদাই চেষ্ঠা করো। আসলে আমাদের স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখার চেয়ে বরং অন্তরের দৃষ্টি বা চিন্তা দিয়ে আমাদের জীবনাহ্বানকে খুঁজতে হবে।
আমাদের পূর্বপুরুষেরা সাফল্যের সাথে তাদের বিশ্বাসকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা সেই খ্রিস্টবিশ্বাস বর্তমান প্রজন্মের কাছে হস্তান্তর করার জন্য আহ্বান পেয়েছি।
পবিত্র আত্মা শুধু শিশুদের ওপর নয় বরং আজ আমাদের প্রত্যেকের ওপর নেমে এসেছে। পবিত্র আত্মার শক্তিতে আমরা যেন আরো দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমাদের বাস্তব জীবনের সকল সমস্যা ও প্রলোভন থেকে মুক্তি লাভ করতে পারি।