যীশু বলছেন মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন।
মণ্ডলীতে পাপস্বীকার সংস্কার হলো আমাদের জন্য সেই আধ্যাত্নিক প্রস্তুতির একটি অন্যতম সুযোগ; যার মাধ্যমে আমার নিজেদের আধ্যাত্নিকভাবে যীশুর আগমনের জন্য প্রস্তুত করতে পারি।
জেন্ডারভিত্তিক সংহিসতা বিরোধী আন্দোলনের লক্ষ্য হলো নারী, শিশু ও যেকোনো জেন্ডারের প্রতি সহিংসতা বন্ধ করা, সমাজে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা করা এবং সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসাথে যুক্ত করা।