গত ৬-৮ ফেব্রুয়ারি, ২০২৫খ্রিস্টাব্দে, সেন্ট প্ল্যাসিড্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আর্চডাইয়োসিসান বার্ষিক পালকীয় সম্মেলন। এই বছরের পালকীয় মূলভাব নেয়া হয় ‘প্রভুই আমার রাখাল। (সামসঙ্গীত ২৩)’।
গত ৩০ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস্ গালর্স স্কুল অ্যান্ড কলেজে মহাসমারোহে অনুষ্ঠিত হলো পৌষের পিঠাপুলি উৎসব এবং তারুণ্যের মেলা ।