পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও ঢাকা আর্চডায়োসিসের একজন যাজককে মন্সিনিয়র ও ২জনকে বেনেমেরেন্টি পদে সম্মানিত করেছেন
গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় যে, পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও ঢাকা আর্চডায়োসিসের নিম্নলিখিত ব্যক্তিদের সম্মানিত করে ঢাকা আর্চডায়োসিসকে বিশেষ আশীর্বাদ দান করেছেন।
তাদেরকে জানাই অনেক অভিনন্দন এবং প্রার্থনা পুণ্য শুভেচ্ছা। তারা হলেন মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া, শ্রদ্ধেয়া ডোরা রোজারিও ও রেবেকা কুইয়া।
ফাদার গাব্রিয়েল কোড়াইয়াকে 'মন্সিনিয়র' হিসেবে সম্মানিত করা হয়েছে; তিনি এখন মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া।
অন্যদিকে বেনেমেরেন্টি পদক পেয়েছেন (দুই জন) মিস্. ডোরা ডি'রোজারিও, ওসিভি (অর্ডার অফ কনসিক্রেটেড ভার্জিন) এবং মিসেস রেবেকা কুইয়া।
আমরা মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া, ডোরা রোজারিও,ওসিডি এবং রেবেকা কুইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ্য আগামী ২৪ জানুয়ারি, সেন্ট মেরী'স ক্যাথিড্রাল, রমনায় উনাদের জন্য বিশেষ প্রার্থনানুষ্ঠান করা হবে। - সাপ্তাহিক প্রতিবেশী