বিগত কয়েক বছর যাবৎ আমরা পোপ ফ্রান্সিসের সিনোডাল মণ্ডলির আলোকে পথ চলছি। আর এই সিনোডালিটি প্রথমত ফাদার-ব্রাদার ও সিস্টারদের মধ্যে স্থাপন করা উচিৎ। আর তা করতে পারলে ধর্মপল্লীর জনগণও সিনোডালিটির মধ্যে পথ চলতে উৎসাহিত হবেন।
প্রায় ৫০ বছর যাবৎ হতদরিদ্র মানুষের পাশে থেকে নিরবে তাদের পরিবারদের চিকিৎসার সাহায্য, সন্তানের শিক্ষাব্যয়সহ বড়দিন ও ইষ্টার সানডে ও পর্বীয় দিবসে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসাহায্য প্রদান করে আসছে।
“বিশ্বাস, একতা ও সমৃদ্ধির সোপানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৬০ বছর পূর্তি ‘হীরক জয়ন্তী’ পালিত হয়েছে।
স্বাধীনতা পাওয়ার পাশাপাশি পেয়েছি একটি সার্বভৌমত্ব ভূখন্ড। যাদের মহান আত্ম ত্যাগের ও প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তারা আামদের প্রাণের স্পন্দন যোগায়।
দীক্ষাস্নানের গুণে আমরা সবাই যাজক। যাজকত্বকে আমরা চর্চা করতে পারি সাক্রামেন্তীয় যাজকদের সঙ্গে যুক্ত থেকে। যাজকত্ব হলো ঐশ আহ্বান। ঈশ্বরই একজন যাজককে তার কাজের জন্য মনোনীত করেন, বেঁছে নেন এবং উপযুক্ত করে গড়ে তোলেন।