গত ২৫ জানুয়ারি, পুন্য পিতা পোপ ফ্রান্সিস বিশ্বের বিভিন্ন দেশের খ্রিস্টান সংবাদকর্মী ও যোগাযোগকারীদের সাথে সাক্ষাৎ করেন রোম নগরীতে অবস্থিত ভাটিকানের সাধু পিটার্স স্কয়ারের পল ৬ষ্ঠ অডিয়েন্স হল রুমে।
বিশ্ব দরিদ্র দিবস” উপলক্ষ্যে পুন্যপিতা পোপ ফ্রান্সিস ভাটিকানের রোমের ৬ষ্ঠ পল অডিয়েন্স হলে ভাটিকানের রোমে অবস্থিত ১৩০০ ( এক হাজার তিনশত) জন দরিদ্রদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।