পোপ লিও তার এক বিবৃততে বলেন এই “নতুন উদ্ভাবনের যুগে” যেখানে অনেকে “ প্রকৃত মানুষ হওয়ার অর্থ” নিয়ে ভাবছেন, সেখানে বিশ্ব “এখন একটি সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ডিজিটাল বিপ্লবে বিশ্ব এখন বিশাল সম্ভাবনার মুখে।
নব নিযুক্ত পোপ রবার্ট প্রিভোস্ট যিনি ১৯৫৫ খ্রিস্টাব্দে ১৪ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তাঁর বর্তমান বয়স ৬৯ বছর। বর্তমানে তিনি পোপ চতুর্দশ লিও নামটি ধারণ করেছেন।