রমনা সেন্ট মেরী'স ক্যাথিড্রালে অনুষ্ঠিত হলো রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিন পুনর্মিলনী
গত ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ এর উদ্যোগে ও আর্চবিশপ হাউজের ব্যবস্থাপনায় বাংলাদেশে অবস্থানরত কিছু দেশের রাষ্ট্রদূতদের নিয়ে সেন্ট মেরী'স ক্যাথিড্রালে অনুষ্ঠিত হলো বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠান।
এই পুনর্মিলনী অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইণ্ডিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভাটিকান সিটি, আর্জেন্টিনা, কানাডার রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের কারো কারো সাথে তাদের স্ত্রী/স্বামী উপস্থিত ছিলেন। সবমিলিয়ে প্রায় ৫০জন পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশপ সুব্রত বি. গমেজের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এই পুনর্মিলনী অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমেই রমনা সেন্ট যোসেফ সেমিনারীর সেমিনারীয়ানগণ ইংরেজি ও বাংলায় মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করে এবং একই সাথে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, ঢাকা শহরে মণ্ডলী পরিচালিত বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের প্রধানগণ এবং আর্চবিশপ হাউজে অবস্থানরত বিশপ, ফাদার ও সিস্টারগণ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলাপচারিতার এক পর্যায়ে আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ তাঁর শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ব্যস্ত সময়ে, সময় বের করে তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।”
তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আমেরিকান রাষ্ট্রদূতকে। কেননা তিনি সবেমাত্র রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রথমবারের মতো আর্চবিশপ ভবনে এসেছেন।
এছাড়াও তিনি অতিথিদের সাথে বাংলাদেশে খ্রিস্টমণ্ডলী কিভাবে সেবা দিয়ে যাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। বিশেষভাবে শিক্ষাসেবা, দীন–দরিদ্র ও অসুস্থদের সাথে একাত্ম হয়ে তাদের যত্ন দান করা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা তুলে ধরেন।
শিক্ষাসেবায় নিবেদিত হয়ে ৭৫ কিংবা ৫০ বছরের জুবিলী পালন শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ মণ্ডলীর অঙ্গীকারের কথাই ব্যক্ত করে। তবে তিনি একই সাথে বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন।
বিশেষভাবে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে হুমকি দান অন্যান্য সমস্যাসমূহ। তবে ভালো কাজে অনেকের সহায়তা লাভ করার কথাও তিনি দ্ব্যর্থহীনভাবে তুলে ধরেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সহযোগিতার জন্য ধন্যবাদ দেন।
বাংলাদেশে নবনিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট খ্রিস্টেনসান বলেন, রাষ্ট্রদূত হিসেবেই আর্চবিশপ ভবনেই তাঁর প্রথম সফর। পরে পারস্পরিক ধন্যবাদের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। - সাপ্তাহিক প্রতিবেশী