শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটরদের প্রশিক্ষণ
গত ২৩ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটরদের প্রশিক্ষণ।
এই শিশুমঙ্গল এনিমেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠানের মূলসুর ছিল, “শিশুদের আমার কাছে আসতে দাও”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২৮জন এনিমেটর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুতেই ছিলো পবিত্র আরাধনা, পাপস্বীকার ও পরিচয় পর্ব অনুষ্ঠান। এছাড়াও শিশুদের পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে এনিমেটরদের শিক্ষা প্রদান করা হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায় ও তাঁর সাথে ছিলেন ফাদার উজ্জ্বল গমেজ। ফাদার যোহন মিন্টু রায় তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমরা প্রত্যেকে যেন শিশুসুলভ সহজ-সরল ও গ্রহণীয় মনোভাবের মানুষ হয়ে উঠি।”
“এনিমেটর শব্দের অর্থই হচ্ছে, জীবন্ত। আর এনিমেটরগণ শিশুদের মধ্যে জীবন সঞ্চার করতে পারেন,” বলেন ফাদার রায়।
ফাদার আরও বলেন, “শিশুরা বড়দের নিকট আদর্শ দেখতে চায়। তবে বর্তমান যুগে শিশুরা আদর্শ খুঁজে পায় না। সেমিনারে অংশগ্রহণকারী এনিমেটররা শিশুদের সামনে আদর্শ হতে পারেন।
“আমরা শুধু এনিমেটর নই; আমরা খ্রিস্টের সহকর্মী, আমরা যাজকদের সহযোগী, শিশু ও যুবদের পথ প্রদর্শক। এনিমেটরদের কাজ সাংগঠনিক বা দলীয়ভাবে শিক্ষাদান করা,” বলেন ফাদার যোহন।
দুই দিনব্যাপি এই প্রশিক্ষণে ছিল শিশুমঙ্গল এনিমেটরদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে দলীয় আলোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, শিশুমঙ্গল এনিমেটর হিসেবে বিভিন্ন কৌশল ও শিশুদের উপযোগী এ্যাকশন গান শিখানো।
এই প্রশিক্ষণে সহায়তা করেন ফাদার উজ্জ্বল গমেজ, সিস্টার পারুল মুর্মু, সিআইসি, সিস্টার গৌরি মুর্মু ও সিস্টার যাচিন্তা রোজারিও, এলএইচসি। - ফাদার যোহন মিন্টু রায়