বারুইপুর  ক্যাথিড্রালে জুবিলি ২০২৫,সমাপনী অনুষ্ঠান উদযাপিত

গত  ২৮ ডিসেম্বর ২০২৫,বিশ্বব্যাপী কাথলিক খ্রীষ্টমণ্ডলীর জুবিলির সমাপন  অনুষ্ঠান অনুসারে পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের ক্যাথিড্রালে মহাসমারোহে জুবিলি বর্ষ   সম্পন্ন হল  মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে।

ধর্ম প্রদেশের প্রায় সকল  পুরোহিত, ধর্ম ব্রতী নর-নারী,লেইটি,তরুণ ও সাধারণ খ্রীষ্টভক্ত এই অনুষ্ঠানে যোগদান করে।

বেলা ২টা ৩০ মি. মহা খ্রীষ্টযাগ শুরু হয়।সার বেঁধে পুরোহিত  গণ   বেদী অভিমুখে  যাত্রা করেন। জুবিলির  থিম  সঙ  উজল শিখার মত আমার,প্রত্যাশা দীপ জ্বলছে"। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন মাননীয় বিশপ  শ্যামল বোস।

উপদেশে বিশপ শ্যামল বলেন," জয়ন্তী বর্ষের  সমাপ্তি কোন কিছুর শেষ  নয় বরং  নতুন  করে নবীকরণের সূচনা করে।জয়ন্তী বছরে যে অনুগ্রহ ও আশীর্বাদ আমরা লাভ করেছি ,আগামী দিনে তাকে কাজে,জীবনে ,বিশ্বাসে প্রকাশ  করতে হবে"।

ওই দিন  পুণ্যতম পরিবারের  উদাহরণ দিয়ে তিনি বলেন,"আমাদের পরিবার গুলো ওই আদর্শে অনুপ্রাণিত  হতে হবে। মা মারিয়া ,সাধু যোসেফের জীবনে নানা সমস্যা,সংকট,দুঃখকষ্ট  ছিল কিন্তু তারা ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রেখে জীবনে এগিয়ে গেছিলেন  তাই আমাদের উচিত  পবিত্র পরিবারের  আদর্শে নিজেদের  পরিবারকে গড়ে তোলা"।একত্রে থাকা,প্রার্থনা করা ও পরস্পরকে সময় দেওয়া।তবেই পরিবারে শান্তি আনন্দ  থাকবে"।

এরপর  জয়ন্তী বর্ষের  দায়িত্বে থাকা ফাদার  উজ্জ্বল সারা বছর ধরে জুবিলি উদযাপনের  জন্য  সকলকে ধন্যবাদ জানান  ও  বিশেষ  ভাবে  সমাপনী অনুষ্ঠানে বিপুল উৎসাহ নিয়ে উপস্থিতির জন্য আন্তরিকঅভিনন্দনজানান। কয়ারে সুন্দর  গান পরিবেশনের  জন্য অরিত্র ও দলকে ধন্যবাদ জানান।দিনটিকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 এরপর  গির্জা প্রাঙ্গনে জয়ন্তীর  পতাকা নামান মাননীয় বিশপ ও জয়ন্তী বর্ষের  ইতি টানেন।

সব শেষে আগত সকলে চা ও জলখাবারে অংশ  নেন ও পরস্পর  মিলন আনন্দে মেতে ওঠে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags