মালয়েশিয়ার পেনাং-এ গ্রেট পিলগ্রিমেজ অফ হোপের সংবাদ সম্মেলনে কার্ডিনাল লুইস আন্তোনিও ট্যাগলে এবং আম্বো ২০৩৩ সালের গ্রেট জুবিলির আগে এশিয়ার জন্য একটি গভীর বার্তা দিয়েছেন।
সংলাপ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রতি জোরালো সমর্থন জানিয়ে, কুচিংয়ের আর্চবিশপ সাইমন পোহ, গুরুত্ব দিলেন - একসাথে চলার এবং "অন্যান্য ধর্ম" হিসেবে নয় বরং বিবেচনা করতে "প্রতিবেশী ধর্ম" হিসেবে।