রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন সৈকত বেনেডিক্ট কুলেন্তুনু সিএসসি’র যাজকীয় অভিষেক
গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উওম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন সৈকত বেনেডিক্ট কুলেন্তুনু সিএসসি’র যাজকীয় অভিষেক।
এ অভিষেক অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, হলিক্রস বাংলাদেশের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, অন্যান্য ফাদার, ডিকন, ব্রাদার, সিস্টার, ডিকন ও খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস রোজারিও বলেন, “যাজকীয় অভিষেকের মধ্য দিয়ে কেউ ক্ষমতা বা পদ লাভ করে না বরং যাজকীয় অভিষেক সংস্কার হচ্ছে সেবার দায়িত্বলাভ।”
বিশপ আরো বলেন, “বনপাড়া ধর্মপল্লীর সন্তান ডিকন সৈকত কৌমার্য, বাধ্যতা ও দারিদ্রতার ব্রত গ্রহণের মধ্য দিয়ে যিশুর যাজকত্বে অংশগ্রহণ করে নিজেকে জনগণের সেবার্থে উৎসর্গ করছে। আর এই কাজে অনেক প্রলোভন ও পাপ আসবে। তবে জনগণের প্রার্থনা ডিকন সৈকতের জন্য অস্ত্র হিসাবে কাজ করবে বলে বিশ্বাস করি।”
হলিক্রস বাংলাদেশের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “যাজকীয় জীবনে চলার পথ ফাদার সৈকতের জন্য কখনোই মসৃণ হবে না। তবে যিশুর ক্রুশের কাছে আশ্রয় নিলে সকল প্রকার বাঁধা-বিঘ্ন অতিক্রম করা সম্ভব। আমি ফাদার সৈকতের শুভ মঙ্গলকামনা করি।”
নবাভিষিক্ত যাজক ফাদার সৈকত তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার জীবনে বহু মানুষের আশির্বাদ আমি উপলব্ধি করেছি। বিশেষ করে আমেরিকাতে যখন পড়াশুনার উদ্দেশ্যে যাই সেখানকার আবহাওয়া ও অন্যান্য বিষয়াদি আমার ভালো লাগতো না। তবে সকল সীমাবদ্ধতা যিশুর ক্রুশের কাছে উৎসর্গ করে শক্তি লাভ করেছি। আজকের এই দিনে আমি প্রত্যেকজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা আমার জন্য আশির্বাদ হয়ে থাকবে।”
বনপাড়া ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত যোসেফ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “নব অভিষিক্ত যাজক সৈকতের জন্য অনেক অনেক আশির্বাদ ও প্রার্থনা রইল, সে যেন ঐশ প্রজ্ঞা, জ্ঞান ও শক্তিতে বলিয়ান হয় এবং নিষ্ঠার সঙ্গে পবিত্র থেকে ঈশ্বর, মণ্ডলী ও মানব সেবা করে যেতে পারে আমি সেই প্রত্যাশা করি।”
ক্যাথিড্রাল ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সদস্য তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “একজন যাজকের ক্ষমতা তার হৃদয়ে, জনগণের হৃদয় জয় করতে পারলেই তার আনন্দ।”
তিনি আরো বলেন, “একজন অভিষিক্ত যাজক মানুষকে আধ্যাত্মিক পথ দেখানোর মাধ্যমে স্বর্গের পথ দেখান। তিনি নিজে পবিত্র থেকে মানুষকে পবিত্রতার পথে চালিত করেন। তাই মণ্ডলীতে যাজকদের প্রয়োজনীয়তা অপরিসীম।” - আরভিএ সংবাদ