পাগার প্রভু যীশুর গির্জায় অনুষ্ঠিত হলো ডিকন শাওন আন্তনী রোজারিও’র যাজকীয় অভিষেক

ডিকন শাওন আন্তনী রোজারিও’র যাজকীয় অভিষেক

গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত পাগার প্রভু যীশুর গির্জায় অনুষ্ঠিত হলো ডিকন শাওন আন্তনী রোজারিও’র  যাজকীয় অভিষেক  অনুষ্ঠান।

এতে ঢাকা মহাধর্মপ্রদেশ আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ, সহকারী বিশপ সুব্রত গমেজসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৩২জন ফাদার, সিস্টার, ব্রাদার ও খ্রিস্টভক্তগন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য পূর্বের দিন সন্ধ্যায় ডিকনকে বরণ ও মঙ্গলকামনায় পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠান করা হয়।

পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ওএমআই। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আজ আমরা সত্যিই খুব আনন্দিত এই ডিকন শাওন আন্তনীকে গিরে কারন তিনি আজকে যাজক পদ লাভ করবেন তিনি আজকে অভিষিক্ত হবেন।"

সাধু পিতর এবং তার সঙ্গীরা জেলে ছিলেন। যীশু তাদেরকে আহ্বান করলেন তাদেরকে ডাকলেন এবং তারা সেই ডাক শুনে সবকিছু ত্যাগ করে যীশুকে অনুসরণ করল। তেমনি তিনি আমাদের আহ্বান করেন তার পথে চলার জন্য,” বলেন আর্চবিশপ ডি’ক্রুশ।

পাগার প্রভু যীশুর গির্জায় অনুষ্ঠিত হলো ডিকন শাওন আন্তনী রোজারিও’র যাজকীয় অভিষেক

আর্চবিশপ আরো বলেন, “উত্তম মেষপালক খ্রীষ্টের আদর্শ সর্বদা মনে রাখবে, মনে রেখো তিনি সেবা পাবার জন্য নয় বরং সেবা করার জন্য এ জগতে এসেছিলেন। তিনি বিপদগামী মানুষকে মুক্তি দিতেই এই জগতে এসেছিলেন।”

আর খ্রিস্ট যেই সেবার আদর্শ দেখিয়ে গিয়েছেন সেই আদর্শ অনুসারে তোমার জীবন গড়ে তোল। আমরা প্রার্থনা করি এই অভিষেক এর মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করবেন,” বলেন আর্চবিশপ।

তিনি আরো বলেন, “যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।” - প্রাঞ্জল টমাস রোজারিও