কেওয়াচলা সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন মিঠুন মাথিয়াস এক্কা’র যাজকীয় অভিষেক

নব অভিষিক্ত যাজক মিঠুন মাথিয়াস এক্কা

গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত কেওয়াচলা  সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন মিঠুন মাথিয়াস এক্কার যাজকীয় অভিষেক অনুষ্ঠান।

এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে ঢাকা মহাধর্মপ্রদেশ আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ সহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ফাদার, সিস্টার, ব্রাদার ও খ্রিস্টভক্তগন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য পূর্বের দিন সন্ধ্যায় ডিকনকে বরণ ও মঙ্গলকামনায় পবিত্র আরাধনা ও মঙ্গলানুষ্ঠান করা হয়।

পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরোহিত্য করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ওএমআই। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “ঈশ্বর যুগ যুগ ধরে বিশেষ ব্যক্তিকে তার মিশন কাজের জন্য আহ্বান জানান। ব্যক্তির কোন বিশেষ যোগ্যতা বা দক্ষতা অথবা ক্ষমতার জন্য নয়, বরং ঈশ্বর তাকে ভালবেসে আহ্বান জানান। আজ আমরা যাকে মনোনীত করেছি মিঠুন মাথিয়াস এক্কা তিনি এই জগতে খ্রীষ্টের বাণী প্রচার করবেন, খ্রীষ্টের রাজ্য বিস্তার করবেন।”

আজ আমরা সত্যিই খুব আনন্দিত ডিকন মিঠুন মাথিয়াসকে ঘিরে কারন তিনি আজকে যাজক পদ লাভ করবেন তিনি আজকে অভিষিক্ত হবেন,” বলেন আর্চবিশপ ডি’ক্রুশ।

কেওয়াচলা সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন মিঠুন মাথিয়াস এক্কা’র যাজকীয় অভিষেক

তিনি আরো বলেন, “যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।”

ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত বলেন, “একজন যাজকের ক্ষমতা তার হৃদয়ে, জনগণের হৃদয় জয় করতে পারলেই তার আনন্দ। এসব অর্জন করতে হলে নিবিষ্টচিত্তে প্রভু পরমেশ্বরের নিকট প্রার্থনা করতে হবে। আজকে আমি খুবই আনন্দিত, পুলকিত কারণ আমার ধর্মপল্লী থেকে আমরা একজন যাজক পেলাম।”

তিনি আরো বলেন, “একজন অভিষিক্ত যাজক মানুষকে আধ্যাত্মিক পথ দেখানোর মাধ্যমে স্বর্গের পথ দেখান। তিনি নিজে পবিত্র থেকে মানুষকে পবিত্রতার পথে চালিত করেন। তাই মণ্ডলীতে যাজকদের প্রয়োজনীয়তা অপরিসীম।” - প্রাঞ্জল টমাস রোজারিও