সংবাদ কেওয়াচলা সাধু আগস্টিনের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন মিঠুন মাথিয়াস এক্কা’র যাজকীয় অভিষেক যাজকত্বের পূর্ণ মর্যাদা, পুণ্য শক্তি ও ক্ষমতা তুমি লাভ করো যেন তোমার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করতে পারেন। তুমি সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে।