নিষ্পাপ শিশুদের পর্ব দিবস উদযাপিত হলো সজনাবেড়িয়ার সাধু যোসেফ ক্যাথলিক গির্জায়

বিগত ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, নিষ্পাপ শিশুদের পর্ব দিবস সজনাবেড়িয়ার সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় উদযাপিত হল। সকালেই গির্জা প্রাঙ্গণ শিশুদের হাসি–খুশি উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

পবিত্র খ্রিষ্টজাগ উৎসর্গ করেন পাল–পুরোহিত ফাদার ফিলিপ দুর্লভ বর। খ্রিষ্টজাগে শিশুদের স্মরণে বিশেষ প্রার্থনা উৎসর্গ  করা হয়।

ফাদার তাঁর উপদেশে নিষ্পাপ শিশুদের শহীদি জীবনের কথা স্মরণ করান এবং পরিবার ও সমাজে শিশুদের মর্যাদা, অধিকার ও সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

খ্রিষ্টজাগের শেষে উপস্থিত শিশুদের ওপর পাল–পুরোহিত হাত রেখে বিশেষ আশীর্বাদ প্রদান করেন। প্রতিটি শিশুর জন্য প্রার্থনা করা হয়, যেন তারা সুস্থ, সফল ও ঈশ্বরভীরু হয়ে বড় হয়ে ওঠে। আশীর্বাদের সময় অভিভাবকদের মধ্যেও গভীর আবেগ ও কৃতজ্ঞতার পরিবেশ লক্ষ্য করা যায়।

দিবসটি পালন করতে গিয়ে গির্জা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শিশুদের জন্য ছোটখাটো আয়োজন,  অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

প্রতিবেদন - সৌম্য প্রামানিক

চিত্রধারণ - সুমন দাস