সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেড়িয়ায় খ্রিষ্টরাজার পর্ব উদযাপন
বিগত ২৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় খ্রিষ্ট রাজার উৎসব অত্যন্ত ভক্তি-শ্রদ্ধার সঙ্গে উদ্যাপিত হয়।
দিনটি শুরু হয় সকালে পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে। ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দুর্লভ বর খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। তাঁর হৃদয়গ্রাহী বাণীতে তিনি খ্রিষ্টের রাজত্বের অর্থ—ভালোবাসা, শান্তি, সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান, বিশ্বাসীদের সামনে তুলে ধরেন।
বিকেলে, ঠিক ২:৩০ মিনিটে, গির্জা প্রাঙ্গণ থেকে খ্রিষ্ট রাজার শোভাযাত্রা শুরু হয় পবিত্র সাক্রামেন্ট নিয়ে। গান, প্রার্থনা এবং ভক্তির আবহে বিশ্বাসীরা শোভাযাত্রা করে সেন্ট অ্যান্থনিস গির্জা, কেওড়াপুকুরে পৌঁছান। সেখানে অনুষ্ঠিত হয় আরাধনা, ভজন ও প্রার্থনার বিশেষ আয়োজন।
দুই গির্জার বিশ্বাসীদের এই মিলিত অংশগ্রহণ উৎসবটিকে আরও অর্থবহ করে তোলে এবং খ্রিষ্টমণ্ডলীর একতা ও সহভাগিতার সুন্দর সাক্ষ্য তৈরি করে।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সাধু যোসেফ ক্যাথলিক গির্জার বিশ্বাসীরা খ্রিষ্টকে তাঁদের জীবনের রাজা হিসেবে পুনরায় গ্রহণ করেন এবং তাঁর শান্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদন সৌম্য প্রামানিক,
ছবি সুমন দাস