সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেড়িয়ায় "গ্র্যান্ডপেরেন্টস ডে" উদযাপন

সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেড়িয়ায় "গ্র্যান্ডপেরেন্টস ডে" উদযাপন

গত ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সাধু  যোসেফ ক্যাথলিক গির্জায় "গ্র্যান্ডপেরেন্টস ডে" উদযাপিত হয়।

পবিত্র খ্রিষ্টজাগ (Holy Mass)-এর প্রধান উদ্‌যাপনকারী ছিলেন ফাদার চার্লস মন্টু কাঞ্জি  এবং সাথে উপস্থিত ছিলেন সাজনাবেড়িয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দুর্লভ বর। মহিলা কমিশনের নেতৃত্বে লিটার্জি পরিচালনা করা হয় এবং প্রবীণদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।

খ্রিস্টাজাগের পর অনুষ্ঠানে মহিলা কমিশনের সদস্যারা সকল প্রবীণ সদস্যের হাতে পুষ্পস্তবক, চন্দনের টিকা ও ছোট্ট উপহার দিয়ে বরণ করেন।  এই উপহার তাঁদের জীবনের ত্যাগ ও অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক। ।

উপদেশে  ফাদার বলেন, প্রবীণরা আমাদের পরিবারের শিকড় এবং তাঁদের জীবনের মূল্যবোধ ও স্মৃতি নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো শুধু এক দিনের অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

প্রতিবেদন- সৌম্য প্রামানিক