অসম ডন বোস্কো ইউনিভার্সিটির উদ্যোগে তৈরি উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট ‘লাচিত-১’ উৎক্ষেপণ
বিগত ১২ জানুয়ারি উত্তর-পূর্ব ভারতের ইতিহাসে এক গর্বের অধ্যায় রচিত হলো। অসম ডন বোস্কো ইউনিভার্সিটির উদ্যোগে তৈরি ‘লাচিত-১ (LACHIT-1)’, উত্তর-পূর্ব ভারতের প্রথম স্যাটেলাইট, ইসরোর PSLV-C62 রকেটের মাধ্যমে ১২ জানুয়ারি উৎক্ষেপণ করা হলো।
এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে অসমের কিংবদন্তি ১৭শ শতকের আহোম সেনাপতি লাচিত বরফুকান-এর নামে, যিনি মুঘল বাহিনীর বিরুদ্ধে অসমকে রক্ষা করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন। লাচিত-১ তাই শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক।
এই মিশনটি বাস্তবায়িত হয়েছে হায়দরাবাদ-ভিত্তিক ধ্রুবা স্পেস (Dhruva Space)-এর Polar Access-1 কর্মসূচির মাধ্যমে। প্রকল্পটিতে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুর—এই পাঁচটি রাজ্যের ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সরাসরি যুক্ত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এই স্যাটেলাইট মিশন শিক্ষাক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহারকে আরও প্রসারিত করবে এবং উত্তর-পূর্ব ভারতের ছাত্রসমাজকে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় উৎসাহিত করবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অসম ডন বোস্কো ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
লাচিত-১-এর উৎক্ষেপণ নিঃসন্দেহে প্রমাণ করল, উত্তর-পূর্ব ভারত এখন শুধু সংস্কৃতি ও ঐতিহ্যেই নয়, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও দেশের মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করতে প্রস্তুত।
প্রতিবেদন - তেরেসা রোজারিও