ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমী পাগাড় শাখার শুভ উদ্ভোধন

ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমীর পাগাড় শাখার শুভ উদ্বোধন

গত ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দপাগাড় প্রভু যীশুর গীর্জার বারবার কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমীর পাগাড় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট-এর শিক্ষা ও সংস্কৃতি বিকাশমূলক উদ্যোগের অংশ হিসেবে এই কালচারাল একাডেমীর উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, পাগাড় ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল থিওটোনিয়াস কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস্ ডি’কস্তা, ডিরেক্টর এবং ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমীর আহব্বায়ক মনিকা গমেজ, পংকজ লরেন্স কস্তা, বাঁধন চিরান উপস্থিত ছিলেন।

আরো  উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও ঢাকা ক্রেডিট-এর কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র প্রার্থনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর ফিতা কেটে পাগাড় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

পাগাড় ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শীতল থিওটোনিয়াস কস্তা তার বক্তব্যে বলেন, “ঢাকা ক্রেডিট দীর্ঘদিন ধরে সমবায়, শিক্ষা ও মানবিক উন্নয়নে যে অবদান রেখে চলেছে, তারই ধারাবাহিকতায় এই কালচারাল একাডেমী একটি যুগোপযোগী উদ্যোগ।”

তিনি আরো বলেন,  “আমরা বিশ্বাস করি, এই একাডেমী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধে সমৃদ্ধ করবে।”

প্রভু যীশুর গীর্জার বারবার কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমীর পাগাড় শাখার শুভ উদ্বোধন

উদ্বোধনী বক্তব্যে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশে ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও নাট্যচর্চার সুযোগ সৃষ্টি হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং তারা মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

আমি বিশ্বাস করি আপনারা যার যার অবস্থান থেকে এই কালচারাল একাডেমী টিকিয়ে রাখতে চেষ্টা করবেন। এই একাডেমী থেকে যদি একজন শিক্ষার্থীও জাতীয় পর্যায়ে যেতে পারে, তাহলেই আমাদের সার্থকতা,” বলেন গমেজ।

পাগাড় অঞ্চলে এমন একটি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা তার শুভেচছা বক্তব্যে বলেন, “কালচারাল একাডেমীর মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নিয়মিত পরিবেশনার আয়োজন করা হবে। এর ফলে স্থানীয় প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি বৃহত্তর পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।”

পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিওর ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়। - ডিসিনিউজ