ঢাকা ক্রেডিটের আয়োজনে অনুষ্ঠিত হলো পাগাড়-মাউসাইদ আঞ্চলিক শিক্ষা সেমিনার

সেন্ট বারবারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো পাগাড়-মাউসাইদ আঞ্চলিক শিক্ষা সেমিনার

গত ২৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকার গাজীপুর জেলাধীন পাগাড় এলাকায় সেন্ট বারবারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো পাগাড়-মাউসাইদ আঞ্চলিক শিক্ষা সেমিনার।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাইকেল জন গমেজের সঞ্চালনায় এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনারের শুরুতেই পবিত্র বাইবেল থেকে পাঠ প্রার্থনা পরিচালনা করেন সুপারভাইজরি কমিটির সদস্য মারীরা ডি কূনা।

এদিন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “ঢাকা ক্রেডিটের সবচাইতে বড় প্রতিষ্ঠান ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এবং এই হাসপাতাল এখন লাভজনক অবস্থায় রয়েছে।তিনি বলেন, “আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি এবং নার্সিং কলেজের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার জন্য বিনিয়োগ করতে হবে যাতে তারা ভালো হয়ে উঠতে পারে।

ঢাকা ক্রেডিটের আয়োজনে আঞ্চলিক শিক্ষা সেমিনার অংশগ্রহণকারীগণ

সেক্রেটারি মাইকেল জন গমেজ ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠা, ইতিহাস, বর্তমান অবস্থা, প্রডাক্ট-প্রজেক্ট এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর প্রেডেন্টেশন উপস্থাপন করেন।

পেপিলন হেনরী পিউরীফিকেশন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “আমরা যারা শিক্ষা সেমিনারে উপস্থিত হয়েছি এখান থেকে আমরা যেন কিছু শিখতে পারি এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে অবগত হতে পারি।

আমরা ঢাকা ক্রেডিটের উন্নয়নের ধারা অব্যাহত দেখতে চাই। এই উন্নয়নের ধারার আমরা বর্তমান পরিচালনা পরিষদের পাশে থাকবো,” বলেন পিউরীফিকেশন।

ঢাকা ক্রেডিটের প্রাক্তণ ম্যানেজার নিপূন সাংমা বলেন, “ঢাকা ক্রেডিট আমাদের মায়ের মত, যার বয়স আজকে ৭০ বছর। আমরা আজকে এই প্রতিষ্ঠানের যে সম্পদ পরিসম্পদ দেখতে পাচ্ছি সেটা নেতৃত্বের সততা ধারাবাহিকতার কারণে সম্ভব হয়েছে। আগামীতেও আমরা এই নেতৃত্বের সাথে আছি।

উপস্থিত সদস্যদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “ঋণ নিয়ে যেন আমরা মানসিকভাবে সমস্যায় না পরি। আমরা আমাদের আয় বিবেচনা করে ব্যয় করবো। আয় আর ব্যয়ের মধ্যে মানঞ্জস্য না থাকলে সমস্যায় পড়বো।

তিনি আরও বলেন, “আমাদের গর্বের বিষয় ঢাকা ক্রেডিটের মাধ্যমে কালব এবং কাককো তৈরি হয়েছে। ঢাকা ক্রেডিট অত্যাধুনিক হাসপাতাল তৈরি করেছে। তাই আপনারা আমাদের পাশে থাকবেন যেন এই ভালো কাজগুলোর ধারাবাহিকতা থাকে।

শিক্ষা সেমিনারের সমস্ত আলোচনার প্রেক্ষিতে কুইজ অনুষ্ঠিত হয়। এতে পাঁচজন বিজয়ীকে পুরস্কার হিসেবে ডিভাইন মার্সি হাসপাতালে ফ্রি এক্সিকিউটিভ টেষ্টের ব্যবস্থা করা হয়। কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন সেক্রেটারি মাইকেল জন গমেজ।

পরিশেষে প্রতিষ্ঠানের বোর্ড ডিরেক্টর সুমন জেমস্ কস্তা এই শিক্ষা সেমিনার আয়োজনের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদন জানানোর মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। - ডিসিনিউজ