ঈশ্বরের পরিকল্পনাতেই সাধ্বী আন্না ও সাধু যোয়াকিমের ঘরে ধন্যা কুমারী মারীয়া জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে হয়ে উঠেন ঈশ্বরের বাধ্য সেবিকা। তাঁর মধ্যস্থতায় আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করি।
ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান (প্রিফেক্ট) কার্ডিনাল জর্জ কোভাকাদ-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব কারণ আমরা প্রকৃতি ছাড়া চলতে পারব না। প্রকৃতির প্রতি আচরণে প্রকাশ পায় ব্যক্তির মনোভাব। তাই এসো আমরা সকলে মিলে প্রকৃতির যত্ন নেই ।