দীক্ষাগুরু সাধু যোহন সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শিরোচ্ছেদ করা হয়েছিল। এই জুবলী বছরে দীক্ষাগুরু সাধু যোহন এর জীবন ধ্যান করার মধ্যদিয়ে আমার আমাদের জীবন সুন্দর, পবিত্র, আধ্যাত্মিক ও সত্যময় করে তুলতে পারি।
সেমিনারিতে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের একটি প্রধান উদ্দেশ্য হল সেমিনারিয়ানদেরে সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলা।
আহ্বান হলো ডাক। যীশু তোমাকে ডাকেন তার সাাথে চলতে ও থাকতে, বাণী প্রচার করতে। তুমি কি যীশুর ডাক শুনতে পাও? তুমি কি প্রার্থনা ভালোবাসো ? তুমি কি বাণী প্রচার করতে চাও ? যীশুর আহ্বান হচ্ছে ভালোবাসার আহ্বান।
আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায় তা ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনীর মধ্যস্থতায় প্রার্থনা করতে হবে, কেননা ভক্তিভরে তার মধ্যস্থতায় প্রার্থনা করলে তিনি তা ফিরেয়ে দেন।
আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। একজন সন্তান বাবার ঋণ কখনো পরিশোধ করতেও পারে না। সেই বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বাবা দিবস।