সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেরিয়ার সিলভার জুবিলি উদ্‌যাপন

সাধু যোসেফ ক্যাথলিক গির্জা, সাজনাবেরিয়ার ২৫ বছর পূর্তির সিলভার জুবিলি উপলক্ষে ৩০শে নভেম্বর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শ‍্যমল বোস।

তিনি তাঁর উপদেশে গির্জার ২৫ বছরের যাত্রা, বিশ্বাসের ঐক্য ও সম্প্রদায়ের উন্নয়নে সকলের অবদানকে বিশেষভাবে স্মরণ করেন।

খ্রীষ্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানের পর্ব অনুষ্ঠিত হয়। গির্জার বিভিন্ন কার্যকরী সংগঠন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য ও গানের অনুষ্ঠান আরও আনন্দ যোগ করে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য ভোজনের ব্যবস্থা রাখা হয়। সকলে সৌহার্দ্য ও আনন্দের সঙ্গে সিলভার জুবিলি উদ্‌যাপনকে স্মরণীয় করে তোলেন।

এই জুবিলি অনুষ্ঠান গির্জার গত ২৫ বছরের অর্জন, ঐক্য, প্রেম ও সেবার চেতনাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

প্রতিবেদ- সৌম্য প্রামানিক

ছবিসুমন দাশ