প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন

প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন

গত ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের দ্বিতীয় বাঙালি প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এই দিবসটির স্মরণে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় প্রার্থনা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

সকালে সোসাইটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রার্থনা স্মৃতিচারণ সভায় সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রার্থনার শুরুতে চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ আর্চবিশপের প্রতিকৃতিতে পুষ্পমাল্য মোমবাতি প্রজ্জলন করেন। এরপর কমকর্তা বিভাগীয় প্রধানগণ তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিকালে রমনা সেন্ট মেরীস ক্যাথিড্রালে রবিবাসরীয় খ্রিষ্টযাগের পর সোসাইটির পক্ষ থেকে প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সময়ে শুলপুর ক্রেডিট আঠারগ্রাম খ্রীষ্টান কল্যান সমিতি-ঢাকার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

জন্মশতবার্ষিকী উপলক্ষে হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশন সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাপূর্ণ শ্রদ্ধাসহ ধন্যবাদ জানিয়েছেন।

প্রায়াত আর্চবিশপ মাইকেল রোজারিও হাউজিং সোসাইটি গঠন পরবর্তী সময়ে যে প্রত্যক্ষ অবদান রেখেছিলেন হাউজিং সোসাইটি পরিবার তা কৃতজ্ঞতার অন্তরে গেঁথে রেখেছেন।

আর্চবিশপের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর প্রধান কার্যালয়ের নামআর্চবিশপ মাইকেল ভবননামে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও ১৯২৬খ্রিষ্টাব্দের ১৮ জানুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বৃহত্তর ঢাকার শুলপুর ধর্মপল্লীর শুলপুর গ্রামে পিতা স্বর্গীয় উর্বাণ রোজারিও মাতা স্বর্গীয়া ভিক্টোরিয়া পিরিচের পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ২২ ডিসেম্বর ১৯৫৬ খ্রিষ্টাব্দে রোমের প্রপাগাণ্ডা ফিদে চ্যাপেলে আর্চবিশপ ছিজিসমন্দি কর্তৃক যাজকীয় পদে অভিষিক্ত হন। পরে ১৯৬৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর, পুণ্যপিতা পোপ ষষ্ঠ পল কর্তৃক দিনাজপুরের বিশপ পদে নিযুক্ত হন এবং ১৯৭৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত হয়ে এপ্রিল, রমনা ক্যাথেড্রাল প্রাঙ্গণে অধিষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি ১৯৭৮ থেকে ২০০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত  বাংলাদেশ কাথলিক বিশপস সম্মেলনীর প্রেসিডেন্ট ছিলেন। জুলাই ২০০৫ খ্রিষ্টাব্দে তিনি বার্ধক্যজনিত কারণে দায়িত্ব হতে অব্যাহতি নেন।  আর্চবিশপ মাইকেল রোজারিও ১৮ মার্চ ২০০৭ খ্রিষ্টাব্দে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে স্বর্গবাসী হন।

আর্চবিশপ মাইকেল রোজারিও হাউজিং সোসাইটি গঠন পরবর্তী সময়ে ১৯৭৮ খ্রিষ্টাব্দের নভেম্বর তারিখে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রয়াত ডানিয়েল কোড়াইয়ার নেতৃত্বে সকল সদস্যদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ মিটিং করেন।

পরবর্তীতে ১৯৮০ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি তারিখে মিটিংএ সিদ্ধান্তক্রমে আর্চবিশপ মহোদয় পাগাড়ে ১৯ বিঘা জমি সোসাইটির কাছে বিক্রি করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যদিয়ে হাউজিং সোসাইটির সদস্যদের আবাসন সমস্যা নিরসনে একটি মাইলফলক দ্বার উন্মোচিত হয়।

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর বিগত বোর্ডের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকশনের নেতৃত্বের আন্তরিকতায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান কার্যালয়ের নামকরণ করা হয়আর্চবিশপ মাইকেল ভবন

বর্তমান ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ বিগত বোর্ডের ধারাবাহিকতা বজায় রেখে হাউজিং সোসাইটির উন্নয়ন কার্যক্রমসহ প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালনা করে যাচ্ছেন। - নীড় সংবাদ