ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ভূতাহারা শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এই পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিলো, যীশু: “শিশুদের আমার কাছে আসতে দাও এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত শিশুদের সংখ্যা ছিলো প্রায় ১৮৫ জন।

এই বিশেষ দিনে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশ বাণীতে তিনি শিশুদের প্রতি প্রভু যিশুর ভালবাসার কথা উল্লেখ করে ফাদার, সিস্টার, কাটেখিস্ট, শিক্ষকমণ্ডলী পিতামাতাগণকে শিশুদের যত্ন নিতে বিশ্বাসের আলোতে শিক্ষা দিতে আহ্বান জানান।

ফাদার রায় আরো বলেন, “আজকের শিশুরাই মণ্ডলীর  আগামীদিনের প্রেরণকর্মী হবে, তাই শিশুদের ভালো গঠন প্রদান এবং প্রত্যেককেই শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে।

যিশু প্রত্যেক শিশুকেই অনেক ভালোবাসেন। পিতামাতা, শিক্ষক মণ্ডলী, ফাদার, সিস্টার এনিমেটরগণ হলেন শিশুদের জন্য যিশুর প্রতিনিধি তাই তারা যা বলেন প্রত্যেক শিশুকেই সেটা পালন করতে হয়”, বলেন ফাদার  মিন্টু

পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী একজন শিশু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকে আমার অনেক ভালো লেগেছে কারণ আমি অনেক আনন্দ করেছি এবং বাইবেল কুইজ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

দিনব্যাপি এই দিবসের মধ্যে ছিল প্রার্থনা শিক্ষা, প্রার্থনা প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহণে নাচ-গান অভিনয়। - ফাদার যোহন মিন্টু রায়