চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসে অনুষ্ঠিত হলো বার্ষিক পালকীয় সম্মেলন
গত ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের উদ্যোগে ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো বার্ষিক পালকীয় সম্মেলন।
এবারের বার্ষিক পালকীয় সম্মিলনীর মূলসুর ছিল, “আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান”। ( লুক ১:৪৬)। এই পালকীয় সম্মিলনীতে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ১৩টি ধর্মপল্লী থেকে মোট ১৬১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ পালকীয় সম্মিলনীর মাধ্যমে ধর্মপল্লীগুলোর পালকীয় কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং আর্চডাইয়োসিসের সামগ্রিক পালকীয় দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
সম্মিলনীর শুরুতেই ছিলো উদ্বোধনী নৃত্য, বাইবেল পাঠ ও প্রার্থনা অনুষ্ঠান। এরপর চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের, ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স উপস্থিত সবাইকে স্বাগতম জানান, এবং চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি, মহোদয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মিলনীর উদ্বোধনী ঘোষনা করেন ও একই সাথে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
একই দিনে ২০২৫ সালের ধর্মপল্লীগুলোর কার্যক্রমের প্রতিবেদনসমূহের সারসংক্ষেপ উপস্থাপন করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের প্রোগ্রাম সেক্রেটারি মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।
সারসংক্ষেপ শেষে মুক্তালোচনা অনুষ্ঠিত হয়। এই সারসংক্ষেপ ও মুক্তালোচনায় ২০২৫ সালে ধর্মপল্লীভিত্তিক আমরা যে অগ্রাধিকার নিয়েছিলাম তার বাস্তবায়নের সামগ্রিক চিত্র ও চ্যালেঞ্জসমূহ।
পরবর্তীতে ২০২৬ খ্রিস্টাব্দের জন্য চট্টগ্রাম আর্চডাইয়োসিসের পালকীয় পত্র ও মূলভাব উপস্থাপন করেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। তিনি পালকীয় জীবনে কৃতজ্ঞতা, আনন্দ ও সাক্ষ্যের উপর গুরত্বারোপ করেন।
আলোচনা শেষে উপস্থিত প্রতিনিধিবৃন্দ দলীয় আলোচনার মাধ্যমে ২০২৬ সালের জন্য অগ্রাধিকার নির্ণয় করেন এবং সেই অগ্রাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রমসমূহ নির্ধারণ করেন।
এরপর চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের হেড অব প্রোগ্রামস এন্ড অপারেশনস মি. মিকি পল গণসালভেছ আর্চডাইয়োসিসান পারিবারিক জরিপ সম্পর্কে ডাইয়সিসের পরিকল্পনা ও ধারণা প্রদান করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ফাদার সাধন আগস্টিন গ্রেগরি, ডিরেক্টর, আর্চবিশপ কুরিয়া অফিস; সিস্টার মমতা পালমা, এলএইচসি, পালকীয় সমন্বয়কারী এবং চট্টগ্রাম আর্চডাইয়োসিসের বিভিন্ন ধর্মপল্লীর পাল-পুরোহিতবৃন্দ। - মি. ফ্লেভিয়ান ডি’কস্তা