চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুবাদের নিয়ে অনুষ্ঠিত হল যুব এনিমেটরস ট্রেনিং

গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুবাদের নিয়ে খাগড়াছড়ি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব এনিমেটরস ট্রেনিং।
এতে চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ১১ টি ধর্মপল্লীর ৩২জন যুব এনিমেটরদের নিয়ে আয়োজিত চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুবা এনিমেটরস প্রশিক্ষণ।
প্রশিক্ষণ উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের অর্ন্তগত কেওয়াচালা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিমন প্যাট্রিক গমেজ।
“তোমরা জগতের সর্বএই যাও; বিশ্বসৃষ্টির কাছে ঘোষণা কর মঙ্গলসমাচার”। (মার্ক ১৬:১৫) ও খ্রিস্টবাণী প্রচারে যুবা এনিমেটরগণের ভূমিকা, সেবাকারী নেতৃত্ব ও যুবা এনিমেটরের স্বরূপ এই বিষয়ের উপর তিনি সহভাগিতা করেন।
বিষয়ভিত্তিক সহভাগিতা ছাড়াও প্রায়শ্চিত্তকালীন প্রস্তুতিস্বরূপ ছিল ক্রুশীয় আরাধনা, পুণর্মিলন সংষ্কার, পবিত্র খ্রিস্টযাগ।

এছাড়া এনিমেটরগণকে বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য এক্সপোজারে নিয়ে যাওয়া হয়। তারা চেলাছাড়া পাড়া পরিদর্শন করেন। এই সময় সেই পাড়ার যুবা ভাই-বোনদের সাথে মত বিনিময় সভাও রাখা হয়।
এই প্রশিক্ষণে আরো ছিল বিভিন্ন বিষয়ের উপর দলীয় কাজ, চট্টগ্রাম আর্চডাইয়োসিসের সংগঠনসমূহের প্রতিনিধিদের সংগঠন নিয়ে আলোচনার সুযোগ। আলোচনা করা হয় সিনডের ‘কনভারসেশন অব স্পিরিট’ এই পদ্ধতিতে।
সমাপনীতে উপস্থিত ছিলেন ভেনিসা রড্রিক্স ডেপুটি সেক্রেটারী, রেল ও সড়ক মন্ত্রনালয়, পালকীয় সেবা দল (পিএসটি) সমন্বয়কারী সিস্টার মমতা পালমা এলএইচসি, ফাদার জয় যোসেফ কুইয়া, সমন্বয়কারী, ধর্মশিক্ষা ও বাইবেলীয় কমিশন, চট্টগ্রাম আর্চডাইয়োসিস, মি. মিকি পল গনসালভেছ, যুব সমন্বয়কারী, চট্টগ্রাম আর্চডাইয়োসিস, মিসেস টুইংকেল ক্যারেল, নৃত্যশিল্পী ও মডেল।
চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের অফিস সেক্রেটারী মি.ফ্লেভিয়ান ডি’কস্তা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন। - ফ্লেভিয়ান ডি’কস্তা