উদয়নী সোশ্যাল আকশন ফোরামের আদর্শ নারী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ
বিগত ১০ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ নবগ্রাম, ময়না মোহনপুর, সাঁচড়া, শালমূলায় উদয়নী সোশ্যাল আকশন ফোরামের আদর্শ নারী সংগঠনের উদ্যোগে
শীতের তীব্রতা বৃদ্ধির ফলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে একটি কল্যাণমূলক কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শীতপ্রবণ মানুষদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
উক্ত কর্মসূচির মাধ্যমে মোট ২৪ জন প্রয়োজনীয় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সহযোগিতা ও সক্রিয় উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই মানবিক উদ্যোগ শীতকালে তাঁদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও উষ্ণতা ও নিরাপত্তা প্রদান করবে বলে আদর্শ নারী সংগঠন আশাবাদী।
ভবিষ্যতেও আদর্শ নারী সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কল্যাণমূলক সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার তারা গ্রহণ করে।
প্রতিবেদন - পারমিতা দত্ত