যীশু বলছেন মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন।
মণ্ডলীতে পাপস্বীকার সংস্কার হলো আমাদের জন্য সেই আধ্যাত্নিক প্রস্তুতির একটি অন্যতম সুযোগ; যার মাধ্যমে আমার নিজেদের আধ্যাত্নিকভাবে যীশুর আগমনের জন্য প্রস্তুত করতে পারি।