এই পালকীয় সম্মেলনের মধ্য দিয়ে খ্রিস্টভক্তদের মধ্যে একতা, মিলন, দায়িত্ববোধ ও শান্তি এবং খ্রিস্টিয় চেতনায় ও মূল্যবোধে জাগ্রত হয়ে অটুট থাকর অনুপ্রেরণা যুগিয়েছে।
একজন শিশু লিডার হতে হলে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে, সজাগ থাকতে হবে, স্বপ্ন বা লক্ষ্য থাকতে হবে, অন্য মানুষকে পথ দেখাতে হলে নিজের দৃষ্টিভঙ্গি সচল রাখতে হবে।
বিশ্ব যুব ক্রুশ অতি সাধারণ একটি কাঠের ক্রুশ। ১৯৮৩ খ্রিস্টাব্দে পরিত্রাণের পূণ্যবর্ষ উপলক্ষ্যে পোপ দ্বিতীয় জন পল এটি প্রথম স্থাপন করেন রোমে অবস্থিত সাধু পিতরের মহামন্দিরে।