জুবিলি বর্ষের বি.ই .সি. ডে উদযাপিত হল কলকাতা মহাধর্মপ্রদেশের উ: চব্বিশ পরগনার ডিনারির।
গত ১৫নভেম্বর২০২৫ ,বারাসতের আওয়ার লেডি অফ লুর্ডস্ চার্চে উ: চব্বিশ পরগনার ডিনারির ধর্মপল্লীবাসীদের, জুবিলি বর্ষের বি. ই .সি. ডে উদযাপিত হল।
জাকজমক সহকারে বাইবেল শোভাযাত্রা দিয়ে সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় মহা খ্রীষ্টযাগ। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন কলকাতার প্রাক্তন আর্চবিশপ থমাস ডি'সুজা।বি. ই .সি .ডাইসেশন কমিশনের পরিচালক ফাদার ডমিনিক গোমেস ও ফাদার হেনরি সালদানা চব্বিশ পরগনার ডিন খ্রীষ্টযাগে সহযোগিতা করেন ।
উপদেশে প্রাক্তন বিশপ দিনের তাৎপর্য সুন্দর ভাবে ব্যাখ্যা করেন ও জুবিলি বর্ষের কলসীয়দের এই ভাবে জুবিলি ডে উদযাপন সত্যি খুব ভাল প্রয়াস বলে প্রশংসা করেন।
খ্রীষ্টযাগ শেষ হতেই বাইবেল আরতি ও নিজেদের মধ্যে সুসমাচারের বাণী আদান প্রদান ,রিপোর্ট পেশ শেষ হতেই প্রতিটি দল সুসমাচারের আধারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন যা খুবই আকর্ষণীয় ছিল।
সব শেষে সকল সদস্য প্রীতি ভোজের আয়োজনে সামিল হয়ে আনন্দ সহকারে বিদায় নেয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।