মালয়েশিয়া পেনাংয়ে মহান আশার তীর্থযাত্রার পূর্বপ্রহরের সকল প্রস্তুতি শুরু হয়েছে

মালয়েশিয়ার প্রাণচঞ্চল পেনাং , ২০২৫ সালের ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহান আশার র্তীথযাত্রা এশিয়ার ক্যাথলিক জনগোষ্ঠীর  এক ঐতিহাসিক সমাবেশ এর সকল—আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

 এশিয়ার বিভিন্ন দেশের বিশপ, যাজক, ভক্তজনগণকে একত্রিত করে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বিচক্ষণতা, সংলাপ, উদ্‌যাপন এবং এশিয়ার মন্ডলীর জন্য এক আশাব্যঞ্জক পথরেখা নির্ধারণ করা।

মালয়েশিয়ার জাতীয় ঐক্যবিষয়ক মন্ত্রী, দ্য রাইট অনারেবল দাতুক অ্যারন আগু দাগাং, ২৭ নভেম্বর পেনাংয়ে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।

এই তীর্থযাত্রা, এশিয়ার জনগণ হিসেবে একসঙ্গে পথচলা ,শীর্ষক মূলভাবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে, যা বিশ্বাসে একত্রে চলার এবং মহাদেশের সমৃদ্ধ বৈচিত্র্য উদ্‌যাপনের প্রতি মণ্ডলীর আকাঙ্ক্ষাকে তুলে ধরে।

এফএবিসির  মঙ্গলবাণী প্রচার দফপ্তরের  আয়োজনে এবং পেনাং ডায়োসিসের ত্বত্তাবধানে  অনুষ্ঠিত এই তীর্থযাত্রাকে সমর্থন করছে পন্টিফিকাল মিশন সোসাইটি  এশিয়া, এবং এটি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের বিশপ সম্মেলনীর সহযোগিতায় আয়োজন করা হচ্ছে।

এই তীর্থযাত্রায় ২৩টি দেশ থেকে মোট ৭৭৩ জন প্রতিনিধি অংশ নেবেন, যার মধ্যে রয়েছে ভারত , ফিলিপাইন  মালয়েশিয়া , থাইল্যান্ড ,ভিয়েতনাম  এবং অন্যান্য দেশ। এই সমাবেশে অংশ নেবেন মণ্ডলীর  বিশিষ্ট ধর্মগুরুগণ ।

সিনোডাল মণ্ডলী হওয়ার লক্ষ্যে সকল দিক নির্দেশনাকে অনুসরণ করে এই তীর্থযাত্রা অংশগ্রহণকারীদের মাঝে অভিজ্ঞতা বিনিময়, সংলাপ নিয়ে আলোচনা করা হবে। ।

কর্মসূচিতে থাকবে মূলভাব এবং বিভিন্ন বিষয়সমূহ যেখানে আলোচিত হবে যুব মন্ত্রণালয়, শান্তি ও পুনর্মিলন, আন্তধর্মীয় সংলাপ, এবং আমাদের সাধারণ বাসভূমির যত্ন—ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।

উক্ত এই অনুষ্ঠানে সেন্ট আ্যান ব্যাসিলিকায় পবিত্র খ্রিষ্টযাগ উৎস্বর্গ করবেন কার্ডিনাল লুইস আন্তনী ত্যাগলে ।

অনুষ্ঠানে আরও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে দ্য রেক্সব্যান্ড–এর কনসার্টও রয়েছে, যা এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।

রেডিও ভেরিতাস এশিয়া মহান আশার তীর্থযাত্রার অফিসিয়াল মিডিয়া পার্টনার। দর্শক ও শ্রোতারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকে Radio Veritas Asia (@VeritasAsia)–এর মাধ্যমে বা আমাদের ওয়েবসাইট  www.rvasia.org –এ লাইভ আপডেট, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং অনুষ্ঠান গুলো অনুসরণ করতে পারবেন।