সংবাদ মালয়েশিয়া পেনাংয়ে মহান আশার তীর্থযাত্রার পূর্বপ্রহরের সকল প্রস্তুতি শুরু হয়েছে এশিয়ার বিভিন্ন দেশের বিশপ, যাজক, ভক্তজনগণকে একত্রিত করে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বিচক্ষণতা, সংলাপ, উদ্যাপন এবং এশিয়ার মন্ডলীর জন্য এক আশাব্যঞ্জক পথরেখা নির্ধারণ করা।