সাতটি সাক্রামেন্তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্রামেন্ত হলো খ্রীষ্টপ্রসাদ। তোমরা যারা আজকে এই সাক্রামেন্ত গ্রহণ করবে তোমরা সবাই খ্রিস্টকে আরো গভীরভাবে তোমাদের হৃদয়ে উপলব্দি করতে পারবে।
এই দীপাবলী উৎবে আমরা প্রত্যেকেই বৈষম্য, আত্ম অহম, হিংসা-বিদ্বেষ, মিথ্যা অপবাদ এসব অন্ধকার থেকে বেরিয়ে এসে অন্তরে, আচরণে, স্বভাবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আলো জ্বালাই; নিজেরাই হয়ে উঠি দীপাবললির প্রদীপশিখা।
প্রথম বিশ্ব যদ্ধের সময় মা মারীয়া সাধবী লুসিয়া, ফ্রান্সিসকো এবং জাসিন্তাকে দেখা দিয়ে বলেছিলেন বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করতে। যেন এই রোজারী মালা প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।
যৌবনকাল হল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এ সময় ঐশবিশ্বাস, ভক্তি ও ভালবাসায় জীবনকে গড়ে তুলতে হয়। নানমূখী জ্ঞান ও প্রতিভার বিকাশ করে দেশ, সমাজ, পরিবার তথা মানবের কল্যাণে জীবন উৎসর্গ করার মধ্য দিয়েই যুবরা নিজেদের জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে পারে।
বিবাহিত জীবনে প্রবেশের পূর্বে উপযুক্ত সঙ্গী নির্বাচন ও বিবাহ পরবর্তী জীবনে বিশ্বস্থতার সহিত জীবন-যাপন করা ও আর্দশ পরিবার গড়ে তোলার জন্য এই কোর্স বিশেষ প্রয়োজন।
যিশু শিশুদেরকে আহ্বান করেছেন যেন তারা তাঁর সাথে পথ চলতে পারে। আর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করে আমরা পরস্পেরের সাথে একাত্ম হতে পারি।