গত ১৪-১৭ নভেম্বর ২০২৪ খ্রি: নাগরী সাধু নিকোলাসের ধর্মপল্লীতে ঢাকা মহাধর্মপ্রশেীয় যুব দিবস উৎযাপিত হয়। এ বছরের যুব দিবসের মূলসুর ছিল “আশায় আনন্দিত হও।”
যাজক হচ্ছেন মঙ্গলবাণীর একজন সেবক, ঘোষক, শিক্ষক ও প্রেরিতদূত। সে প্রতিটি মুহুর্তে নিজেকে এই পবিত্র কাজের জন্য যোগ্য করার লক্ষ্যে মহাযাজক প্রভু যিশুর আদর্শ ও জীবনকে অনুসরণ করে।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৪৮ লাখ। এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যাই বেশি। স্বাস্থ্যসেবা গ্রহণ, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধীরা আশঙ্কাজনক হারে পিছিয়ে আছে।