Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
সংবাদ

January 25, 2021
“যাজকত্ব হলো ঈশ্বরের আহ্বান। একজন ব্যক্তি স্বেচ্ছায় এই আহ্বানে সাড়া দিয়ে মন্ডলির সেবায় এগিয়ে আসেন। সুতরাং সব ধরণের কাজের দায়-দায়িত্ব তাকেই বহন করতে হয়। একজন যাজকের সদ্ইচ্ছার উপর নির্ভর করে- জনগণ কীভাবে তাকে সহায়তা দিবেন।”

January 23, 2021
দেশটির স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শপথ নেন বাইডেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।

January 22, 2021
প্রভু যীশুর আত্মা হলো খিস্টমণ্ডলির জীবন ও প্রেরণকার্যের চিরকালীন উৎস আর সেই আত্মাই ঐশজনগণের প্রত্যেকজনকে বিভিন্নভাবে বিশেষ শক্তিদান করে, যে শক্তি পেয়ে তারা খ্রিস্টমণ্ডলিকে গড়ে উঠতে এবং মঙ্গল সমাচার প্রচারকার্যে অবদান রাখতে পারে।

January 21, 2021
মাকে দেখতে গিয়ে অপহরণের শিকার হন নাইজেরিয়ায় ক্যাথলিক যাজক ও তাঁর ভাই ।

January 20, 2021
কারিতাসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি ঈশ্বররের কাছ থেকে আসা একটি আহ্বান বলে গ্রহণ করেছি।

January 19, 2021
এই টিকা কোন বাণিজ্যিক আদানপ্রদানের অংশ হিসেবে নয়, বরং এটি মূলত ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের জন্য উপহার ।

January 19, 2021
জীবনের এই মাহেন্দ্রক্ষণে এসে আমার হৃদয় মন কৃতজ্ঞতায় ও আনন্দে ভরপুর। আমি উপলব্ধি করছি ঈশ্বরের ভালবাসা, উপলব্ধি করছি আমার জন্য তাঁর পরিকল্পনা। কত বিচিত্রভাবেই না ঈশ্বর আমাকে তাঁর কাজের জন্য ধরে রেখেছেন। আমি দুর্বল হওয়া সত্ত্বেও তাঁর ভালবাসা ও করুণার...

January 18, 2021
“নবাইবটতলার এই তীর্থ আমাদের প্রতেক্যের জন্য আশির্বাদের কারণ মা মারিয়া আমাদের সব সময় সাহায্য করেন বিপদ-আপদ থেকে রক্ষা করেন।”

January 17, 2021
শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

January 16, 2021
“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই মুলভাবের আলোকে প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প আয়োজনে বিশ্ব এইডস দিবস ২০২০ উদযাপন করা হয়।