মদনপুরে অভিবাসীদের উদ্দেশ্য খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল মাইকেল ফেলিক্স

মদনপুর ঢাকা ক্রেডিট সেন্টারে অভিবাসীদের উদ্দেশ্য খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল মাইকেল ফেলিক্স

গত ২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, পালকীয় সফরে কার্ডিনাল মাইকেল দ্বিতীয় দিনে ঢাকা ক্রেডিটের মদনপুর ঢাকা ক্রেডিট সেন্টারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঐ অঞ্চলের কাজ করা খ্রীষ্টান শ্রমীকদের দেখতে যান এবং তাদের উদ্দেশ্য খ্রীষ্টযাগ অর্পন করেন।

এই সময়ে খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন ঢাকাস্ত ভাতিকানের রাষ্ট্রদূত কেভিন রান্ডাল, ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, রাজশাহীর বিশপ এবং ন্যায় ও শান্তি কমিশনের চেয়ারম্যান জের্ভাস রোজারিও, কমিশনের সেক্রেটারী ফাদার লিটন হিউবার্ট গমেজ, কয়েক টি সম্প্রদায়ের সিস্টারগণসহ প্রায় ৫০০ অভিবাসী শ্রমীক উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা ক্রেডিটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও বাবু মার্কুজ গমেজ এবং সিইও জোনাস গমেজ।

পোপ লিও এর বার্তাকে উদৃত করে কার্ডিনাল মাইকেল বলেন, “প্রতিটি অভিবাসীর অভিজ্ঞতা এবং মরুভুমিতে ঘুরে বেড়ানো ইস্রায়েল লোকদের অভিজ্ঞতার মধ্যে পরিস্কার সাদৃশ্য আছে। যারা প্রভুর সুরক্ষার উপর আস্থা রেখে প্রতিটি বিপদের মুখোমুখি হয়েছি: তিনি তোমাকে পাখির ফাঁদ থেকে এবং মারাত্মত মাহারী থেকে উদ্ধার করবেন। তিনি তোমাকে তার পালক দিয়ে ঢেকে দেবেন, এবং তার ডানার নীচে তুমি আশ্রয় পাবে, তার বিশ^স্ততা ঢাকা এবং বর্ম। তুমি রাতের ভয়াবহতা, দিনের বেলায় উড়ে আসা তীর, অন্ধকারে ছুটে আসা মহামারী বা দুপুরে নষ্ট হওয়া ধ্বংসকে ভয় পাবে না।”

ঢাকা ক্রেডিটের সেবা কেন্দ্রে কার্ডিনাল মাইকেলের আগমনকে ঢাকা ক্রেডিটের ইতিহাসে একটি পাওয়া হিসেবে উল্লেখ করে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “ঢাকা ক্রেডিট পরিবারের জন্য এই দিনটি অনেক আনন্দের এবং গুরুত্বপূর্ণ যে কার্ডিনাল আমাদের এই কেন্দ্রে খ্রীষ্টযাগ উৎসর্গ করছেন।”

তিনি ঢাকা ক্রেডিটের সকল সদস্যের পক্ষ থেকে কার্ডিনাল মাইকেল ফেলিক্স’কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান এবং বলেন,“ঢাকা ক্রেডিট একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও ঢাকা ক্রেডিট অভিবাসিদের জন্য কাজ করে আসছে এবং এরই প্রমাণ এই কেন্দ্র যা অভিবাসিদের জন্য ব্যবহৃত হচ্ছে।”

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডন্ট নির্মল রোজারিও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষপটে কার্ডিনালের সফল খবই গুরুত্বপূর্ন। আশাকরি তিনি বাংলাদেশের সংখ্যালঘু ও খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতি মানবাধিকার অঙ্ঘিত হচ্ছে তা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন এবং এই সমস্যার সমাধান হবে।”

তিনি বলেন, “আমরা চাই তিনি বাংলাদেশের সরকারের বিভিন্ন পক্ষের সাথে কথা বলে খ্রিষ্টান সম্প্রদায়ের সমস্যাগুলো সমাধানে ভুমিকা রাখবে।”

পরে, বাংলাদেশ কাথলিক মন্ডলীর পক্ষ থেকে উক্ত স্থানটি ব্যবহার করতে দেয়ার জন্য ঢাকা ক্রেডিট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

আগামী ৪ নভেম্বর, কার্ডিনাল ফেলিক্স ঢাকা সিবিসিবি সেন্টার আদিবাসী জনগোষ্ঠি এবং দরীদ্র শিশুদের সাথে যুক্ত হয়ে কথা বলবেন ও কথা শুনবেন। - ডিসিনিউজ