ঢাকা মহাধর্মপ্রদেশে ন্যায় ও শান্তি কমিশনের ৫০ বছরের জুবিলী উদযাপন

ঢাকা মহাধর্মপ্রদেশে ন্যায় ও শান্তি কমিশনের ৫০ বছরের জুবিলী উদযাপন। ছবি : রিপন আব্রাহাম টলেন্টিনু

গত নভেম্বর, ২০২৫ ঢাকার সিবিসিবি সেন্টার মোহাম্মদপুরে, মহাসমারোহে অনুষ্ঠিত হলো ন্যায় ও শান্তি কমিশনের ৫০ বছরের জুবিলী উৎসব।

উক্ত এই অনুষ্ঠানের প্রারম্ভের প্রাক্কালে ভাতিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রনালয়ের পতাকা উত্তোলন , লগো উন্মোচন, এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করার মধ্য দিয়ে ৫০- বছর পূর্তি উদ্বোধন করেন ভাতিকানের সার্বিক মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল  ফেলিক্স মাইকেল চের্নিএসজে 

এই সময়ে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ঢাকাস্থ ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল, আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ , ন্যায় ও শান্তি কমিশনের চেয়ারম্যান বিশপ জের্ভাস রোজারিওসহ বাংলাদেশের সকল বিশপগণ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাওয়া এন্ড পার্টিশিপেশন রিসার্স সেন্টার এর এক্সিকিউটিভ চেয়ারম্যান . হোসেন জিল্লুর রহমান

আরো উপস্থিত ছিলেন ন্যায় শান্তি কমিশনের সেক্রেটারী ফাদার লিটন হিউবার্ট গমেজ, খ্রীষ্টান সমাজের অন্যান্য নেতৃবৃন্দ, ফাদার, সিস্টার অন্যান্য অতিথিবৃন্দ।

কার্ডিনাল ফেলিক্স তার বক্তব্যে বলেন, ন্যায় শান্তি কমিশন বাংলাদেশে বেশ ভালো কাজ করছে। তারা মানবাধিকার, শিশু সুরক্ষা, আবহওয়া পরিবর্তন, অভিবাসন, রিফিউজি, প্রিজন মিনিষ্ট্রি মানব পাচার রোধে কাজ করে যাচ্ছে।

আমি রোহিঙ্গাদের দেখেছি তারা নিজের বাড়ি ঘর থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমি আশা করবো শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।বলেন কার্ডিনাল

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিসিএসএম, খ্রিষ্টান কো-অপারেটিভস্সহ অন্যান্য চার্চের প্রতিষ্ঠানগুলো কিভাবে বাংলাদেশে ন্যায় শান্তির জন্য কাজ করে যাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়।

পরে, কার্ডিনাল মাদকাসক্ত পুনর্বাস কেন্দ্রে থাকা শিশু, বিভিন্ন অরফানেজে থাকা এবং অভিবাসী শিশুদের সাথে বিশেষ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি শিশুদের কথা শুনেন, তাদের উদ্দেশে বলেন, “তোমরা যে যত সুযোগ পাচ্ছো সেটা ভালো কিন্তু তোমাদেরও চিন্তা করা উচিত তোমার দ্বারা অন্যেরাও কি ধরণের সেবা পাবে।

বিকালে প্রায় ৪০ জন সাংবাদিক ও লেখক নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তিনি তার সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, কার্ডিনাল ফেলিক্স নভেম্বর, বাংলাদেশে আসেন। নভেম্বর , তিনি নারায়নগঞ্জের মদনপুরে ঢাকা ক্রেডিট সেন্টারে আভ্যন্তরিন অভিবাসীদের মাঝে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। তিনি তেজগাঁও হোলি রোজারি চার্চে মৃতলোকের পর্বের দিন খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। নভেম্বর, কক্সবাজারে কার্ডিনাল রোহিঙ্গা শরনার্থীদের সাথে দেখা করে তাদের কথা শুনেন এবং ৪ নভেম্বর, সিবিসিবি সেন্টারে ন্যায় শান্তি কমিশনের ৫০-বছরের জুবীলি উদ্বোধন করেন এবং শিশুদের সাথে মিলিত হয়ে তাদের কথা শুনেন।