ভাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের কার্ডিনাল মাইকেল ফেলিক্স চেরনি, এসজে’র পালকীয় সফরে বাংলাদেশে আগমন

কার্ডিনাল মাইকেল ফেলিক্স চেরনি, এসজে’র পালকীয় সফরে বাংলাদেশে আগমন

গত ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ভাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের কার্ডিনাল ফেলিক্স মাইকেল চেরনি, এসজে পালকীয় সফরে বাংলাদেশে এসেছেন।

তার আগমন উপলক্ষে সন্ধ্যায় ঢাকার কাকরাইলস্থ আর্চবিশপ ভবনে এক সম্ভর্ধনা প্রদান করা হয়। এই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই কার্ডিনাল মাইকেলকে বাংলাদেশে আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “আমি কার্ডিনাল মাইকেলের পালকীয় সফর সফল হোক এই কামনা করি।”

আমি নিশ্চিত যে তার পালকীয় সফর বাংলাদেশ কাথলিক মণ্ডলীর জন্য আশির্বাদস্বরূপ হবে। তার সফর সমন্বিত মানব উন্নয়নে বাংলাদেশ কাথলিক মণ্ডলীকে আরও বেশি উৎসাহ যোগাবে বলে মনে করি,” বলেন আর্চবিশপ ডি’ক্রুজ।

উপস্থিত সাংবাদিকদের কার্ডিনাল ফেলিক্স মাইকেল চেরনি, এসজে বলেন, “এটা আমার পালকীয় সফর। আমি বাংলাদেশে আসতে পেরে খুব খুশি। এই সময় আমি চার্চের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবো। যারা অভিবাসীদের নিয়ে কাজ করছে তাদের সাথেও দেখা করবো।”

এছাড়া যারা অভিবাসী- রাস্তার মানুষ এবং সত্যিই ঈশ্বরের করুণা ও সান্তনা প্রয়োজন, তাদের সাথেও সাক্ষাৎ করবো,” বলেন কার্ডিনাল চেরনি।

ভাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের কার্ডিনাল মাইকেল ফেলিক্স চেরনি, এসজে’র পালকীয় সফরে বাংলাদেশে আগমন

তিনি আরও বলেন, “এই সফরের মূল প্রতিপাদ্য হচ্ছে যত্নের সংস্কৃতি বিকাশে আশা জাগানো। কারণ এই বছর আশার জয়ন্তী পালন করা হচ্ছে। আমি বাংলাদেশে এসে সত্যিই আনন্দিত, আমি দেখতে পাচ্ছি কীভাবে মানুষ আশা ভাগাভাগি করে এবং বৃহত্তর আশার দিকে এগিয়ে যায়।”

সম্ভর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের প্রেসিডেন্ট ও রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিওসহ বেশ কয়েকজন গণ্যমাণ্য অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, কার্ডিনাল ফেলিক্স মাইকেল চেরনি, এসজে বাংলাদেশে ১ থেকে ৫ নভেম্বর ঢাকা ও কক্সবাজারে অভিবাসীদের সাথে সাক্ষাৎ করবেন। - প্রেস বিজ্ঞপ্তি