ভাটিকানের মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি, এসজে’র বাংলাদেশ সফর

ভাটিকানের সার্বিক মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি, এসজে

আজ ১ থেকে ৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ভাটিকানের সার্বিক মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি, এসজে বাংলাদেশ সফর করবেন।

কার্ডিনালের এই সফরকে কেন্দ্র করে মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছে, “যত্নের সংস্কৃতি গড়ে তুলতে আশা জাগানো”।

ভাটিকানের প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, “এই সফরের মাধ্যমে পোপ চতুর্দশ লিও বাংলাদেশের জনগণের সঙ্গে গভীর সংহতি প্রকাশ করছেন। কার্ডিনাল চের্নির এই সফর হবে নৈতিক নেতৃত্ব, জলবায়ু সচেতনতা ও আধ্যাত্মিক চেতনার পুনর্জাগরণের এক অনন্য বার্তা।”

পাঁচ দিনের এই সফরে মহামান্য কার্ডিনাল চের্নি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, পথশিশু, আদিবাসী ও বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (CBCB), এর শান্তি ও ন্যায্যতা বিষয়ক বিশপীয় কমিশনের সদস্য এবং খ্রিস্টান নেতৃবৃন্দ ও আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

চেকোস্লোভাকিয়ায় জন্ম নিয়ে কানাডায় বেড়ে ওঠা এই জেসুইট যাজক ২০১০ খ্রিষ্টাব্দ থেকে ভ্যাটিকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি এমন একটি দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন যা অভিবাসন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও মানবিক সংকট নিয়ে কাজ করে।

বাংলাদেশ সফরে মহামান্য কার্ডিনালের সাথে আছেন তাঁর সেক্রেটারি ফাদার যোসেফ সাভারিমাথু ও সার্বিক মানব উন্নয়ন বিষয়ক ভাটিকান মন্ত্রণালয়ের এশিয়া  অঞ্চলের সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা।