ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের টিম বাংলাদেশ সফর

আজ ৬ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ ও তাঁর টিম বাংলাদেশ সফর করবেন।
এই সফরের শুরুতেই তারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন। এছাড়াও তিনি মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করবেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের খ্রিস্টধর্মের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতৃবর্গ উপস্থিত থাকবেন।
ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান (প্রিফেক্ট) কার্ডিনাল জর্জ কোভাকাদ-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সফর এক সপ্তাহব্যাপী চলবে।
৬ সেপ্টেম্বর, কার্ডিনাল কোভাকাদ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি সাংবাদিকদের সাথেও মতবিনিময় করবেন।
৭ সেপ্টেম্বর, তিনি ক্যাথলিক সেমিনারীর ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ে তাঁর চিন্তা সহভাগিতা করবেন বনানী পবিত্র আত্মা সেমিনারীতে। এরপর সন্ধ্যা ৬টায় তেজগাঁও কাথলিক চার্চে উক্ত সম্প্রদায়ের জন্য একটি প্রার্থনা সভা পরিচালনা করবেন।
৮ সেপ্টেম্বর, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে একটি আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেবেন। একই দিনে বিকালে তিনি ক্যাথলিক ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আরেকটি সংলাপে অংশগ্রহণ করবেন সিবিসিবি সেন্টার আসাদ এভিনিউ মোহাম্মদপুরে।
৯ সেপ্টেম্বর, কার্ডিনাল কোভাকাদ "গড়ে তুলি সম্প্রীতির সংস্কৃতি" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপে। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
১০ সেপ্টেম্বর, তিনি ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করবেন।এই সফরের সময়, ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের মহাসচিব মঁসিনিয়র ইন্দুনিল জনকারাত্নে কদিথুওয়াক্কু কঙ্কানামালাগে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি বাণী প্রদান করবেন।
একই দিনে, কার্ডিনাল জর্জ কোভাকাদ বিকালে আচবিশপ হাউজ রমনায় একটি প্রেস কনফারেন্স করবেন।
১১ সেপ্টেম্বর, তিনি ঢাকায় একটি বৌদ্ধ মন্দির এবং একটি হিন্দু মন্দির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য কার্ডিনাল মহোদয় সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে অতি সম্মানীয় একজন ব্যক্তি। তিনি ভাটিকান ও অন্যান্য দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন এবং সংলাপ ও সম্প্রীতিময় সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন। - আরভিএ সংবাদ