সংবাদ ভাটিকানের মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল ফেলিক্স মাইকেল চের্নি, এসজে’র বাংলাদেশ সফর কার্ডিনাল চের্নির এই সফর হবে নৈতিক নেতৃত্ব, জলবায়ু সচেতনতা ও আধ্যাত্মিক চেতনার পুনর্জাগরণের এক অনন্য বার্তা।
সংবাদ ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের টিম বাংলাদেশ সফর ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান (প্রিফেক্ট) কার্ডিনাল জর্জ কোভাকাদ-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।