সংবাদ ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের টিম বাংলাদেশ সফর ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক দপ্তরের প্রধান (প্রিফেক্ট) কার্ডিনাল জর্জ কোভাকাদ-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।