সেপ্টেম্বর মাসে পোপ ফ্রান্সিসের দক্ষিণপূর্ব এশিয়া ও ওশেনিয়া সফর

পোপ ফ্রান্সিসের দক্ষিণপূর্ব এশিয়া ও ওশেনিয়া সফর

সেপ্টেম্বর মাসে পোপের দক্ষিণপূর্ব প্রশান্ত মহাসাগরীয়া অঞ্চল সফর নিয়ে ভাটিকান সিটি থেকে পূর্ণ ভ্রমণসূচি প্রকাশ করা হয়েছে।

পোপ ফ্রান্সিস সেপ্টেম্বর মাসের থেকে ১৩ তারিখ পর্যন্ত  ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর এবং সিঙ্গাপুর সফর করবেন। পোপ তার দীর্ঘ সফরকালে বিভিন্ন দেশের রাজধানী শহরে মোট ১৬টি উপদেশবাণী রাখবেন।

সফর শুরু করবেন ইন্দোনেশিয়া দিয়ে। সেপ্টেম্বর তারিখ পোপ ইস্তানা মেরদেকা প্রাসাদে প্রেসিডেন্ট জকো উইডোডো সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে মিলিত হবেন।

পরে বিকালে তিনি ইন্দোনেশিয়ার ক্যাথলিক বিশপ সম্মেলনী, যাজক খ্রিস্টধর্মীয় নেতাদের সঙ্গে আওয়ার লেডী অব এসামশন ক্যাথিড্রালে এক বৈঠকে মিলিত হবেন।

পরেরদিন তারিখে পোপ রাজধানী জাকার্তায় তিনটি বিশেষ পর্ব যেমন- আন্তধর্মীয় সভা, ক্যাথলিক সাহায্য সংস্থাসমূহ এবং ৭৭ হাজার লোক ধারণক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়ামে খ্রিস্টযাগ অর্পণ করবেন।

তারিখ পোপ পাপুয়া নিউগিনির উদ্দেশ্যে ইন্দোনেশিয়া ত্যাগ করবেন। পোপ সাত তারিখ রাজধানী পোর্ট মোরেসবাই শহরে গভর্নর ভবনে, গভর্নর রবের্ট দাদায়ে, সরকারি কর্মচারি, নাগরিক সমাজ এবং কুটনীতিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

একইদিন বিকালে তিনি কিছু ক্যাথলিক চার্চ পরিচালিত প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পরে তারিখ পোপ স্যার জন জেসে স্টেডিয়ামে খ্রিস্টযাগ অর্পণ করবেন। নয় তারিখে তিনি সে দেশের যুবগোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসবেন। পরে তিনি ইস্ট তিমুর সফর শুরু করবেন।

১০ তারিখে পোপ ফ্রান্সিস ইস্ট তিমুরে স্থানীয় মণ্ডলীর সঙ্গে বৈঠক করবেন এবং বিকালে তাসি তুলু সমুদ্র সৈকত সংরক্ষিত স্থানে খ্রিস্টযাগ অর্পণ করবেন।

পরেরদিন ১১ তারিখ সকালে যুবগোষ্ঠীর সঙ্গে আলোচনা শেষে পোপ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ইস্ট তিমুর ত্যাগ করবেন। ১২ তারিখ সকালে পোপ প্রেসিডেন্ট থারমান সানমুগারাতসাম এবং প্রধান মন্ত্রী লরেন্স ওয়াং-এর সঙ্গে সাক্ষাত করবেন।

পরে তিনি সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ এবং কুটনীতিক মিশনের উদ্দেশ্যে ভাষণ দিবেন। পরে বিকালে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে খ্রিস্টযাগ অর্পণ করবেন।

১৩ সেপ্টেম্বর রোমের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করার পূর্বে সাধ্বী তেরেজা রোগী ভবন পরিদর্শন করবেন। সবশেষে পোপ ক্যাথলিক জুনিয়র কলেজে যুব সমাজের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে মিলিত হবেন। - ফাদার সুনীল দানিয়েল রোজারিও