বিশ্ব দরিদ্র দিবস” উপলক্ষ্যে পুন্যপিতা পোপ ফ্রান্সিস ভাটিকানের রোমের ৬ষ্ঠ পল অডিয়েন্স হলে ভাটিকানের রোমে অবস্থিত ১৩০০ ( এক হাজার তিনশত) জন দরিদ্রদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।
আসুন আমরা তাদের আত্নার কল্যানে প্রার্থনা করি যেন তারা স্বর্গে সকল সাধু - সাধ্বীদের সাথে মিলিত হয়ে এবং জয়গানে মুখরিত হয়ে, আমাদের জন্য আনন্দচিত্তে প্রার্থনা করতে পারে যেন আমরাও মৃত্যুর পরে তাদের সানিধ্যে বসবাস করতে পারি।
পুন্যপিতা পোপ ফ্রান্সিস তিমুর - লেস্তে তার পালকীয় সফর শেষে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। তার এই বর্ষীয়ান অবস্থায় বারো দিনের সফরের মধ্যে সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তার এই পালকীয় সফর যাত্রা শেষ হবে।
পুন্যপিতা পোপ ফ্রান্সিস দিলি , তিমুর লেস্টের রাষ্ট্র ভবনে তার বক্তব্য চলাকালীন সময়ে সে দেশের দারিদ্র্যতা এবং পারস্পারিক সহিংসতার সকল বাধাসমূহ মোকাবেলা করার জন্য খ্রিষ্টীয় বিশ্বাসের মূল্যবোধকে প্রয়োগ করার আহ্বান জানান।
পরিবেশগত ধ্বংসের ফলে তোমরা কি লাখো লাখো মানুষের কান্না শুনছো? পোপ মহোদয়ের এই প্রশ্নটি করছেন যখন আমরা এ মাসে, প্রকৃতির প্রতি যত্ন ও ভালবাসার জন্য প্রার্থনা করছি।
পোপ ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ন এবং ফলপ্রসূ সম্প্রীতি বজায় রাখার জন্য আন্তঃধর্মীয় সংলাপের উপর বিশেষ জোরদার করেছেন এবং এ ক্ষেত্রে তিনি খ্রিস্টমন্ডলীর সকল প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।