পোপ ফ্রান্সিস পরলোকগত কার্ডিনাল এবং বিশপদের জন্য খ্রিষ্টযাগ অর্পণ করেন

পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় মৃত কার্ডিনাল এবং বিশপদের জন্য পবিত্র খ্রিষ্টযাগ অপর্ন করেন

গত ৩  নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, পুন্যপিতা পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় মৃত কার্ডিনাল এবং বিশপদের জন্য  পবিত্র খ্রিষ্টযাগ অপর্ন করেন।

তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবিত কালে তারা  ছিলেন নিবেদিত প্রাণ এবং খ্রিষ্ট মন্ডলীর আদর্শ যারা নিজের মতো করে মন্ডলীকে ভালোবেসেছেন।

উল্লেখ্য, বিগত এক বছরে ৭ জন কার্ডিনাল এবং ১২৩ জন বিশপ মৃত্যু বরণ করেছেন। তাদের উদ্দেশ্যে পুন্যপিতা বলেনে, “ভাটিকানের ঐতিহ্য অনুযায়ী এটা আমার দায়িত্ব এই নভেম্বর মাসে তাদের জন্য বিশেষ পবিত্র খ্রিষ্টযাগ অপর্ণ করা।”

 এছাড়া মৃত কার্ডিনাল এবং বিশপদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, “আসুন আমরা তাদের আত্নার কল্যানে প্রার্থনা করি যেন তারা স্বর্গে সকল সাধু - সাধ্বীদের সাথে মিলিত হয়ে এবং জয়গানে মুখরিত হয়ে, আমাদের জন্য আনন্দচিত্তে প্রার্থনা  করতে পারে যেন আমরাও মৃত্যুর পরে তাদের সানিধ্যে বসবাস করতে পারি।”

লুক লিখিত পবিত্র মঙ্গলসামাচারের আলোকে ব্যাখ্যা দিয়ে তিনি  ক্রুশ বিদ্ধ যীশুর কথা সকলকে  অনুধ্যান করতে বলেন যে, “যীশু তার হৃদয় আমাদের দান করেছেন” এর অর্থ হলো যীশু তার হৃদয়ে আমাদের বহন করছেন।

আর ইতালীয় ভাষায় “রিকর্ডার” এর অর্থ হলো হৃদয়ে বহন করা। অর্থাৎ যীশু তার হৃদয়ে সকলকে বহন করেন। কারন তার হৃদয় দ্বার সর্বদা সকলের জন্য উন্মুক্ত। ঠিক তেমনি ভাবে তিনি আমাদের আহ্বান করেন আমাদের পাশে  যারা রয়েছে আমরাও যেন আমাদের হৃদয়ে স্থান তাদের স্থান দেই।

সকল যুগের সকল বয়সের মানুষের একমাত্র পরিত্রানদানকারী হলেন স্বয়ং যীশু খ্রিস্ট । তাই আসুন আমাদের হৃদয়েকে তার কাছে তুলে ধরি, বলেন পুন্যপিতা পোপ ফ্রান্সিস।

পবিত্র এই খ্রিষ্টযাগে  কার্ডিনাল , বিশপ , যাজক, ব্রতধারী, ব্রতধারনী  এবং সাধারণ খ্রিষ্ট ভক্ত সহ মোট ২০০ জনের মতো অংশগ্রহণ করেন। - সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম