অসুস্থ পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করুন

অসুস্থ পুণ্যপিতা পোপ ফ্রান্সিস (ছবি: সংগৃহীত)

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা ভালোর দিকে। গত শুক্রবার ৮৮ বছর বয়সী পোপ মহোদয়কে শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে সিটি স্ক্যান অন্যান্য পরীক্ষায় তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। ভাতিকান জানিয়েছে, পোপের শারীরিক অবস্থা এখনও জটিল, তবে তিনি মানসিকভাবে স্থিতিশীল আছেন এবং নির্ধারিত চিকিৎসা চলছে।

বর্তমানে তাঁর শরীরে জ্বর নেই, এবং তিনি পড়াশোনা প্রার্থনায় সময় কাটাচ্ছেন। পুণ্যপিতার জন্য অসংখ্য মানুষ শুভেচ্ছা প্রার্থনা পাঠিয়েছেন, যা তাঁকে আপ্লুত করেছে।

পোপ ফ্রান্সিস অতীতে ফুসফুস সংক্রমণে ভুগেছেন।  ২১ বছর বয়সে তিনি প্লুরিসি রোগে আক্রান্ত হন, যার কারণে তার এক ফুসফুসের অংশ অপসারণ করা হয়েছিল। ফলে তিনি নিউমোনিয়া অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে থাকেন। 

আসুন আমরা সবাই তার সুস্থতা কামনা করে প্রার্থনা করি।